HSC ICT MCQ – Chapter 6 (৬ষ্ঠ অধ্যায়-এমসিকিউ)

Spread the love

HSC ICT MCQ – Chapter 6

৬ষ্ঠ অধ্যায়-এমসিকিউ

১. ব্যক্তির নাম কোন ধরনের ডেটা?
ক. Text
খ. Record
গ. Number
ঘ. Value

২. কোন সম্পর্কটি সঠিক?
ক. কুয়েরি-বাছাই
খ. সর্টিং-খোঁজা
গ. ইনডেক্সিং-সাজানো
ঘ. সার্চিং-শনাক্ত

৩. শর্তসাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কি বলে?
ক. মডিউল
খ. কুয়েরি
গ. সর্টিং
ঘ. ইনডেক্সিং

৪. কোনটি ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ?
ক. টেক্সট
খ. নাম্বার
গ. কারেন্সি
ঘ. মেমো

৫. ডেটাবেজের ভিত্তি কোনটি?
ক. ফিল্ড
খ. রেকর্ড
গ. টেবিল
ঘ. কুয়েরি

৬. টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?
ক. ১২৮
খ. ২৫৫
গ. ২৫৬
ঘ. ৫১২

৭. এক বা একাধিক রেকর্ড নিয়ে কি গঠিত হয়?
ক. ফিল্ড
খ. টেবিল
গ. ডেটাবেজ
ঘ. কী ফিল্ড

৮. একই ধরনের ডেটা থাকে কোনটিতে?
ক. ফিল্ডে
খ. ডেটা টেবিলে
গ. রেকর্ডে
ঘ. সম্পর্কযুক্ত ফিল্ডে

৯. কোন ধরনের ডেটাটাইপের মাধ্যমে ডেটাবেজ হতে ওয়েব পেজের লিংক করা যায়?
ক. OLE Object
খ. Memo
গ. Hyperlink
ঘ. Look up wizard

১০. Name এর ভিত্তিতে A-Z সর্টেড টেবিলের রেকর্ডগুলোকে Name এর ভিত্তিতে Z-A ইনডেক্সিং করার পর মূল টেবিলে কতগুলো নতুন রেকর্ড এন্ট্রি করলে মূল টেবিলে কিরূপ পরিবর্তন হবে?
ক. সম্পূর্ণ টেবিল Name এর ভিত্তিতে A-Z সর্টেড হবে
খ. সম্পূর্ণ টেবিল Name এর ভিত্তিতে A-Z সর্টেড হবে
গ. নতুন এন্ট্রিকৃত রেকর্ডগুলো আনসর্টেড থাকবে
ঘ. শুধু নতুন রেকর্ডগুলো Z-A সর্টেড হবে

১১. ডেটা এনক্রিপ্টশন ও ডিক্রিপ্টশনের নিয়ম কোনটি?
ক. সাইবারনেট্রিক্স
খ. ক্রিপ্টোগ্রাফি
গ. ইনফরমেট্রিক্স
ঘ. সাইটোগ্রাফি

১২. কোন ফিল্ডটি প্রাইমারি কী হতে পারে?
ক. Name
খ. Address
গ. Fee
ঘ. Mobile No

১৩. ডেটাবেজের কুয়েরিকৃত ডেটাকে সামারি আকারে উপস্থাপন করা হয় কোন কুয়েরির মাধ্যমে?
ক. Select
খ. Parameter
গ. Crosstab
ঘ. Action

১৪. ডেটাবেজ থেকে কোনো তথ্য খোঁজার জন্য কোনটি ব্যবহার করা হয়?
ক. DBMS
খ. CAESAR
গ. SQL
ঘ. RDBMS

১৫. ডেটাবেজে কোনগুলো একই অর্থে ব্যবহার করা হয়?
ক. এনটিটি ও টেবিল
খ. এনটিটি সেট ও টেবিল
গ. টেবিল ও কলাম
ঘ. এট্রিবিউট ও ফিল্ড

১৬. ‘Name’ কোন ধরনের ডেটা?
ক. Logical
খ. Number
গ. Text
ঘ. Currency

১৭. ‘SQL’ এর পূর্ণরূপ কোনটি?
ক. Search and Query Language
খ. Simulation for Query Language
গ. Standard Query Language
ঘ. Structured Query Language

১৮. SQL এর পূর্ণরূপ
ক. Sequential Query Language
খ. Structured Query Language
গ. Serial Query Language
ঘ. Select Query Language

১৯. ডেটাবেজের রেকর্ড বাদ দেয়ার অপশন কোনটি?
ক. Delete data
খ. Delete field
গ. Delete record
ঘ. Delete row

২০. ডেটাবেজ মানে হল
ক. উপাত্ত ঘাঁটি
খ. উপাত্ত বিন্যাস
গ. উপাত্ত সর্টিং
ঘ. উপাত্ত সার্চিং

২১. বিপুল পরিমাণ তথ্য থেকে সহজে তথ্য খুঁজতে কোনটি ব্যবহার করা হয়?
ক. ডেটাবেজ সফটওয়্যার
খ. স্প্রেডশিট সফটওয়্যার
গ. প্রেজেন্টেশন সফটওয়্যার
ঘ. ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার

২২. ডেটা সমৃদ্ধ এক বা একাধিক ফাইলের সমষ্টিকে কী বলা হয়?
ক. ফিল্ড
খ. রেকর্ড
গ. ডেটাবেজ
ঘ. ফাইল

২৩. নিচের কোনটি ডেটাবেজ প্রোগ্রাম?
ক. ওরাকল
খ. পাইথন
গ. এ্যাডা
ঘ. নোটপ্যাড

২৪. নিচের কোনটি ডেটা এনক্রিপশনের অংশ নয়?
ক. প্লেইন টেক্সট
খ. সাইফার টেক্সট
গ. এলগরিদম
ঘ. প্যারিটি বিট

২৫. ডেটাবেজ এর প্রাণ হলো
ক. টেবিল
খ. রের্কড
গ. ফাইল
ঘ. ফিল্ড

https://www.munshiacademy.com/hsc-ict-mcq-chap…-অধ্যায়-এমসিকিউ/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *