HSC ICT MCQ – Chapter 1

Spread the love

HSC ICT MCQ – Chapter 1

আইসিটি প্রধম অধ্যায়

গুরুত্বপূর্ণ এমসিকিউ

 

১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশে কোনটির অবদান সবচেয়ে বেশি?
ক. রেডিও
খ. টেলিফোন
গ. টেলিভিশন
ঘ. কম্পিউটার

২. টেলিযোগাযোগের মাধ্যমে সভা করাকে কী বলা হয়?
ক. টেলিকনফারেন্স
খ. টেলিকমিউনিকেশন
গ. ভিডিও কনফারেন্স
ঘ. ভিডিও চ্যাটিং

৩. রোগী দূরের ডাক্তারের কাছ থেকে সেবা পেতে পারে কোনটির মাধ্যমে?
ক. ভিডিও কনফারেন্স
খ. অনলাইন চ্যাটিং
গ. টেলিকনফারেন্স
ঘ. ভয়েস কল

৪. সাম্প্রতিক সময়ে কোনটির ব্যাপক প্রসার হয়েছে?
ক. টেলিভিশন
খ. ইন্টারনেট
গ. কম্পিউটার
ঘ. মোবাইল

৫. তথ্য প্রযুক্তি বলতে মূলত কী বুঝায়?
ক. তথ্য রাখা ও ব্যবহার করার প্রযুক্তি
খ. তথ্য বিক্রির প্রযুক্তি
গ. তথ্য বিকৃতির প্রযুক্তি
ঘ. শুধুমাত্র তথ্য সংরক্ষণ করার প্রযুক্তি

৬. স্কাইপি বলতে কী বুঝায়?
ক. ইলেকট্রনিক্স গুডস
খ. ভিডিও চ্যাটিং ব্যবস্থার মাধ্যম
গ. রেডিও স্টেশন
ঘ. স্পেইস স্টেশন

৭. বর্তমান সময়ের আধুনিক সকল যোগাযোগ ও সম্প্রচার ব্যবস্থাই মূলত কী নির্ভর?
ক. স্যাটেলাইট
খ. রেডিও
গ. টেলিভিশন
ঘ. দৈনিক পত্রিকা

৮. টেলিভিশন একটি
ক. প্রেরক যন্ত্র
খ. একমুখী যোগাযোগ ব্যবস্থা
গ. দ্বিমুখী যোগাযোগ ব্যবস্থা
ঘ. টেলিকমিউনিকেশন

৯. কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন স্থানে থেকেও মিটিং এর কাজ সম্পন্ন করা যায়?
ক. ই-মেইল
খ. ফেসবুক
গ. টেলিকনফারেন্সিং
ঘ. টুইটার

১০. কোনটি আবিষ্কারের ফলে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়?
ক. কম্পিউটার
খ. টেলিফোন
গ. প্রিন্টার
ঘ. টেলিগ্রাফ

১১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি
ক. অপচয় কমায়
খ. শারীরিক শ্রম বাড়ায়
গ. ব্যয় বৃদ্ধি পায়
ঘ. মানুষের মেধা ব্যবহার কমায়

১২. বিশ্বগ্রাম ধারণার প্রবক্তা কে?
ক. মার্শাল ম্যাকলুহান
খ. টিম বানারসলী
গ. মার্ক জুকারবার্গ
ঘ. ই এফ কড

১৩. ইন্টারনেটের মাধ্যমে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগকে কি বলা হয়?
ক. ই-কমার্স
খ. ই-মার্কেটিং
গ. ই-বিজনেস
ঘ. আউটসোর্সিং

১৪. ফ্রিল্যান্সিং কী?
ক. দীর্ঘ মেয়াদি চুক্তিতে কাজ করা
খ. নিয়মমাফিক ১০টা-৫টা অফিস করা
গ. স্বাধীনভাবে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানে কাজ করা
ঘ. সুনির্দিষ্ট কাজের লাইসেন্স নিয়ে কাজ করা ™গ

১৫. গ্লোবাল ভিলেজ প্রতিষ্ঠার ক্ষেত্রে নিচের কোন উপাদানটির ভূমিকা সবচেয়ে বেশি?
ক. ইন্টারনেট
খ. রেডিও
গ. টেলিভিশন
ঘ. টেলিফোন

১৬. বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত?
ক. গ্রামের সাথে শহরের সহজ যোগাযোগ
খ. ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার
গ. বিশ্বব্যাপী গ্রামকে নগরে পরিবর্তন
ঘ. শিক্ষার অবাধ সুযোগ সুবিধার বিস্তার ™খ

১৭. কোনো বিজ্ঞাপন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হলে কী করতে হবে?
ক. সাইনবোর্ডে টাঙাতে হবে
খ. পত্রিকায় দিতে হবে
গ. ওয়েবসাইটে দিতে হবে
ঘ. রেডিওতে প্রচার করতে হবে

১৮. হারবার্ট মার্শাল ম্যাকলুহান নিচের কোন দেশটির অধিবাসী ছিলেন?
ক. জার্মানি
খ. ফ্রান্স
গ. গ্রিস
ঘ. কানাডা

১৯. বিশ্বগ্রামের মেরুদ- কোনটি?
ক. হার্ডওয়্যার
খ. সফটওয়্যার
গ. কানেকটিভিটি
ঘ. ডেটা

২০. কোনটির মাধ্যমে এক দেশের লোক অন্য দেশের লোকের সাথে ভিডিও চ্যাট করেন?
ক. স্কাইপি
খ. মাই স্পেস
গ. টুইটার
ঘ. ইউটিউব

https://www.munshiacademy.com/hsc-ict-mcq-chapter-1/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *