আইসিটি ৬ষ্ঠ অধ্যায় : ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম

Spread the love

আইসিটি ৬ষ্ঠ অধ্যায়: জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর (ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম) — HSC 2025

১. ডেটা বা উপাত্ত কী?
তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতর অংশসমূহকে ডেটা বা উপাত্ত বলা হয়। ডেটা হচ্ছে একক ধারণা।

২. তথ্য কী?
ডেটা থেকে প্রক্রিয়াকরণের পর সুশৃঙ্খল যে ফলাফল পাওয়া যায়, তাকেই তথ্য বলা হয়।

৩. ডেটা সংগঠন কী?
কম্পিউটারের মাধ্যমে প্রসেসিং-এর উপযোগী ডেটার বিশেষ সংগঠনকে ডেটা সংগঠন বলে।

৪. ডেটাবেজ কী?
পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক ডেটা টেবিল বা ফাইলের সমষ্টিকে ডেটাবেজ বলা হয়।

৫. রেকর্ড কী?
ডেটা টেবিলের একটি সারিকে রেকর্ড বলে।

৬. ফিল্ড কী?
রেকর্ডের প্রতিটি উপাদানকে ফিল্ড বলে; এটি ডেটাবেজের ভিত্তি।

৭. ডেটা টেবিল কী?
সমজাতীয় ডেটাগুলোকে একত্রিত করে একক টেবিলে সংরক্ষণ করাই ডেটা টেবিল।

৮. এনটিটি কী?
কোনো ডেটা টেবিলকে চিহ্নিত করার জন্য দেওয়া নামকে এনটিটি বলে।

৯. এনটিটি সেট কী?
একই ধরনের এনটিটিগুলোর সমষ্টিকে এনটিটি সেট বলে।

১০. অ্যাট্রিবিউট কী?
এনটিটির বৈশিষ্ট্য প্রকাশের জন্য ব্যবহৃত ফিল্ড বা উপাদানকে অ্যাট্রিবিউট বলে।

১১. ভ্যালু কী?
প্রত্যেকটি অ্যাট্রিবিউটের মানকে ভ্যালু বলে।

১২. এনটিটি রিলেশনশিপ মডেল (ER Model) কী?
এনটিটি সেটের বিভিন্ন এনটিটির মধ্যে সম্পর্ক প্রকাশের পদ্ধতিকে ER মডেল বলে।

১৩. কি (Key) কী?
যে ফিল্ডের ওপর ভিত্তি করে রেকর্ড শনাক্ত ও সম্পর্ক স্থাপন করা হয়, তাকে কী বা কী-ফিল্ড বলে।

১৪. প্রাইমারি কী কী?
ডেটা টেবিলের এমন ফিল্ড যার মান দ্বারা রেকর্ডগুলো আলাদা করা যায়, সেটাই প্রাইমারি কী।

১৫. কম্পোজিট প্রাইমারি কী কী?
একাধিক অ্যাট্রিবিউটের সমষ্টি মিলিয়ে রেকর্ড শনাক্ত করতে পারলে তাকে কম্পোজিট প্রাইমারি কী বলে।

১৬. ফরেন কী কী?
এক টেবিলের প্রাইমারি কী যদি অন্য টেবিলের সাধারণ কী হিসেবে ব্যবহৃত হয়, তাকে ফরেন কী বলে।

১৭. DBMS কী?
ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম (DBMS) হলো ডেটাবেজ অ্যাকসেস, সংরক্ষণ, নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি।

১৮. ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজ কী?
কেন্দ্রীয় সার্ভারের সাথে নেটওয়ার্কে যুক্ত ডেটাবেজ সিস্টেমকে ক্লায়েন্ট সার্ভার ডেটাবেজ বলে।

১৯. ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ কী?
যে ডেটাবেজে ডেটা বিভিন্ন স্থানে ভাগ করে রাখা হয় ও প্রক্রিয়াকরণ হয়, তাকে ডিস্ট্রিবিউটেড ডেটাবেজ বলে।

২০. ওয়েব এনাবল ডেটাবেজ কী?
ইন্টারনেটের মাধ্যমে যে কোনো জায়গা থেকে ওয়েব ইন্টারফেসের মাধ্যমে ডেটাবেজ অ্যাকসেস করা যায়, তাকে ওয়েব এনাবল ডেটাবেজ বলে।

২১. RDBMS কী?
রিলেশনাল ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে ডেটা টেবিল সমন্বয়ে থাকে, তাকে RDBMS বলে।

২২. ডেটা টাইপ কী?
ডেটাবেজ ফিল্ডে ব্যবহৃত ডেটার ধরনকে ডেটা টাইপ বলে।

২৩. Text ডেটা টাইপ কী?
বর্ণভিত্তিক ডেটার জন্য ব্যবহৃত ডেটা টাইপকে Text ডেটা টাইপ বলে।

২৪. Memo ডেটা টাইপ কী?
বর্ণ, সংখ্যা, চিহ্ন, তারিখ ইত্যাদি ৬৫,৫৩৬ সংখ্যার বেশি ডেটা রাখার জন্য ব্যবহৃত ডেটা টাইপকে Memo ডেটা টাইপ বলে।

২৫. কুয়েরি কী?
ডেটাবেজ থেকে প্রয়োজনীয় তথ্য দ্রুত ও সহজে খুঁজে বের করার পদ্ধতিকে কুয়েরি বলে।

https://www.munshiacademy.com/আইসিটি-৬ষ্ঠ-অধ্যায়-ডেটা/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *