আমার স্বপ্ন জুড়ে তুই (ওহ মাই লাভ)

🎵 ওহ মাই লাভ (You & Me Together Making It All Seem Well)
🎬 চলচ্চিত্র: অমানুষ
🎬 পরিচালক: রাজীব
🎭 অভিনয়: সোহম, শ্রাবন্তী
🎤 কণ্ঠ: কুনাল গাঞ্জাওয়ালা, শ্রেয়া ঘোষাল
🎼 সুরকার: জিৎ গাঙ্গুলী (চন্দ্রজিৎ গাঙ্গুলী)
📂 Category: সিনেমার গান / আধুনিক রোমান্টিক গান
🎯 Tag: অমানুষ সিনেমা, সোহম, শ্রাবন্তী, কুনাল গাঞ্জাওয়ালা, শ্রেয়া ঘোষাল, জিৎ গাঙ্গুলী

ইয়ু এণ্ড মি টুগেদার মেকিং ইট অল সীম ওয়েল

ওহ মাই লাভ, বি মাই লাভ

আই জাস্ট ওয়ানা ডাই ইন ইয়োর আর্মস্‌

ওহ মাই লাভ…

 

আমার স্বপ্ন জুড়ে তুই

আর তোর চিন্তারা শুধুই

ঘুরে ফিরে যাচ্ছে বারেবার

আর কোনো রাস্তা নেই আমার

বলনা তোর দোহাই

প্রেম ভাসাই কোন জলে

ওহ মাই লাভ আদুরে আলাপ

ছুঁয়ে তোরই অঞ্চলে এলাম বলে

বি মাই লাভ একটা গোলাপ

চুপিসারে রেখে গেলাম তোর কোলে

 

সুখেরই চাদরে রোদেরই আদর পাঠিয়েছি তোর নামে

ওহ চাঁদেরই আলোকে রোদেরই পালক রাখা আছে নীল খামে

 

তোর উত্তরেরই আশায়

প্রশ্নরা চিন্তা ভুলে যায়

আবেগের ব্যস্ত পারাপার

আর কোনো রাস্তা নেই আমার

বলনা তোর দোহাই

প্রেম ভাসাই কোন জলে

ওহ মাই লাভ…

 

মনেরই দেয়ালে খামোকা খেয়ালে

আঁকিবুকি তোর ছবি

ওহ জাগিয়ে চলে যা তবু তো বলে যা

কবে রে আমার হবি

 

তোর উত্তরেরই আশায়

প্রশ্নরা চিন্তা ভুলে যায়

আবেগের ব্যস্ত পারাপার

আর কোনো রাস্তা নেই আমার

বলনা তোর দোহাই

প্রেম ভাসাই কোন জলে

ওহ মাই লাভ…

 

এভরি টাইম আই ফীল ইউ

বি মাই লাভ

এভরি টাইম আই ফীল ইউ

বি মাই লাভ

আই জাস্ট ওয়ানা ডাই ইন ইয়োর আর্মস্‌

ওহ মাই লাভ…

https://www.munshiacademy.com/আমার-স্বপ্ন-জুড়ে-তুই-ওহ-ম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *