ঈশপের গল্প Isoper golpoঈশপের গল্প-গাধার গান
এক জঙ্গলে এক শেয়াল এক জোসনা রাতে এক গাধার সাথে বন্ধুত্ব হলো। তারা দুই জনেই ছিলো খুব দুষ্টু। সারা দিন দুষ্টমি করে দিন কাটতো। কখনো খাওয়া আবার না খাওয়ার মধ্যে দিন কাটকো বেশ। তারা জোসনা রাত এলেই দিনটি তার বন্ধু জন্মদিন পালন করতো। তাদের খুব মিল তারা কখনো ঝগড়া করে নি। তবে একদিন ঘটেই গেল। তার জোসনার দিনটি উপভোগের জন্য এক তরমুজ বাগানে গিয়ে তরমুজ খেতে শুরু করলো। তারা তরমুজ খাচ্ছিল তখন গাধা বলল ” বন্ধু এত মজাদার তরমুজ খেয়ে আমার গান গাইতে মন চাচ্ছে “। শেয়াল তাকে গান গাইতে বারং করলো কিন্তু কে শোনে কার কথা, গাইবেই। এরপর শেয়াল বলল ” বন্ধু আমি তোমাকে মানা করবো না কিন্তু আমি গান শুনতে ইচ্ছুক নয় কারণ গান শুনে মালিক এলে পা খোরা করে দেবে। গাধা বলল ” আমি গান গাইতে পারি বলে তুমি হিংসা করছো যাও তোমাকে লাগবেনা আমার। শেয়াল বলে বেচে গেলাম তুমি খোরা হয়ে এসো। বিদায়। গাধা গান ধরলো, কিছুক্ষণ পরই মালিক লাঠি দিয়ে পিটিয়ে পা খোরা করে দিল। গাধা অনুতপ্ত হয়ে বলল আমার বন্ধু শেয়ালের কথা শোনা উচিত ছিল।