আব্দুর রউফ চৌধুরী (১ মার্চ ১৯২৯ – ২৩ ফেব্রুয়ারি ১৯৯৬) ছিলেন একজন বাংলাদেশি কথাসাহিত্যিক, গবেষক ও প্রবন্ধকার। তিনি স্বল্পপ্রজ হলেও তাঁর সাহিত্যকর্মে বাস্তবতা, ইতিহাসচেতনা, রাজনৈতিক বিশ্লেষণ ও গভীর কৌতুকবোধের অনন্য সংমিশ্রণ তাঁকে বাংলা সাহিত্যে স্বতন্ত্র মর্যাদা এনে দিয়েছে।তিনি ১৯২৯ সালের ১ মার্চ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার মুকিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আজহর চৌধুরী এবং মাতা নাজমুন নেসা চৌধুরী। প্রাথমিক শিক্ষা শেষ করে তিনি মৌলভীবাজার কাশীনাথ স্কুল থেকে ১৯৪৩ সালে ম্যাট্রিক ও হবিগঞ্জ বৃন্দাবন কলেজ থেকে ১৯৪৫ সালে ইন্টারমিডিয়েট পাস করেন। পরবর্তীতে একই কলেজে অনার্স কোর্সে ভর্তি হন।কর্মজীবনের শুরুতে তিনি কিছুদিন ব্যবসায় যুক্ত ছিলেন, পরে প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। এরপর পাকিস্তান বিমানবাহিনীতে যোগ দেন এবং পরবর্তীতে ব্রিটিশ বিমানবাহিনীতে সরকারি কর্মকর্তা হিসেবে ১৯৬২ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি প্রবাসে থেকে মুক্তিযোদ্ধা সংগঠক হিসেবে কাজ করেন এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সক্রিয় ভূমিকা পালন করেন।সাহিত্যচর্চায় আব্দুর রউফ চৌধুরী ছিলেন বহুমাত্রিক। তাঁর রচনাসম্ভারে রয়েছে পাঁচটি উপন্যাস, চারটি ছোটগল্প সংকলন, চারটি প্রবন্ধগ্রন্থ, দশটি গবেষণা ও ইতিহাসভিত্তিক বই, ছয়টি ইসলামি রচনা (মৌলিক ও অনুবাদ), দুইটি কাব্যগ্রন্থ এবং আরও বেশ কিছু প্রবন্ধ। তাঁর উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে রয়েছে — পরদেশে পরবাসী, নতুন দিগন্ত, সাম্পান ক্রুস, অনিকেতন ও মা। ছোটগল্প সংকলনের মধ্যে বিদেশী বৃষ্টি ও গল্পসম্ভার উল্লেখযোগ্য।গবেষণা ও ইতিহাসভিত্তিক গ্রন্থের মধ্যে ১৯৭১ (দুই খণ্ড), একটি জাতিকে হত্যা, বিপ্লব ও বিপ্লবীদের কথা, ফরাসি বিপ্লব ও স্বায়ত্তশাসন, স্বাধিকার ও স্বাধীনতা বিশেষভাবে প্রশংসিত। এছাড়া তিনি নজরুল : নন্দনের অন্দরমহল এবং রবীন্দ্রনাথ : চির-নূতনের দিল ডাক নামে প্রবন্ধগ্রন্থও রচনা করেন।তিনি হবিগঞ্জ সাহিত্য পরিষদের সহসভাপতি ছিলেন এবং প্রগতিশীল সাহিত্যচর্চার প্রসারে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৯৩ সালে বাংলা একাডেমির আজীবন সদস্যপদ লাভ করেন এবং ১৯৯৫ সালে হবিগঞ্জ গ্রন্থমেলা পুরস্কারে ভূষিত হন।দীর্ঘদিন ডায়াবেটিসসহ নানা রোগে ভুগে ১৯৯৬ সালের ২৩ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর ২০০১ সালে তাঁকে হবিগঞ্জ সাহিত্য পরিষদ পুরস্কারে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়।বাংলা সাহিত্যের ইতিহাসে আব্দুর রউফ চৌধুরী এক বাস্তবচেতা, বিশ্লেষণধর্মী ও দেশপ্রেমিক লেখক হিসেবে চিরস্মরণীয়।
