গরমের দুপুর। সূর্যের তাপে পৃথিবী যেন জ্বলছে। এক তৃষ্ণার্ত কাক 🪶 উড়ে উড়ে পানি খুঁজছিল। কিন্তু কোথাও এক ফোঁটা জলও নেই।
হঠাৎ সে এক পাত্র দেখতে পেল, যার তলায় সামান্য পানি রয়েছে। কাকটি ঠোঁট ঢুকিয়ে পানি খেতে চেষ্টা করল, কিন্তু পানি অনেক নিচে!
সে হাল ছাড়ল না। চারপাশে পড়ে থাকা ছোট ছোট কঙ্কর এক এক করে তুলে পাত্রে ফেলতে শুরু করল।
ধীরে ধীরে পানির স্তর উপরে উঠতে লাগল।
অবশেষে পানি ঠোঁটের নাগালে এলো।
কাকটি আনন্দে পানি পান করল এবং ক্লান্তি দূর করে উড়ে গেল নীল আকাশে। ☀️
🔹 নীতিকথা:
বুদ্ধি, ধৈর্য ও অধ্যবসায় সব বাধা জয় করে।

Leave a Reply