একটি কুকুর একদিন এক হাড় 🦴 মুখে নিয়ে যাচ্ছিল নদীর উপর দিয়ে। নদীর জলে তাকিয়ে দেখে—
আরেকটি কুকুরও মুখে হাড় নিয়ে আছে!
আসলে সেটি তার নিজের প্রতিবিম্ব। কিন্তু কুকুরটি তা বুঝতে পারেনি।
সে ভাবল, “ওর হাড়টা আমারটার চেয়ে বড়! যদি আমি সেটি নিতে পারতাম!”
এই ভেবে সে জলে থাকা প্রতিবিম্বের দিকে গর্জন করে উঠল এবং মুখ খুলল—
তক্ষুনি তার নিজের হাড়টি পড়ে গেল নদীতে!
সে অনেক খুঁজেও আর হাড়টি পেল না।
🔹 নীতিকথা:
লোভী মানুষ নিজের যা আছে তাও হারায়।

Leave a Reply