মাথা নিচু, চোখে আলো,
পাশে বন্ধু, মনটা ছাঁলো।
হাতে মোবাইল, নয় বই,
ভাবছি কোথায় এ সময় খই?
চোখ খুলেই স্ক্রিনের খোঁজ,
নাশতা পরে, চ্যাটিং বোঝ!
পাঠ্যবইয়ে নেই আগ্রহ,
টিকটক, ফেসবুকেই সব বহর।
মায়ের ডাকেও নেই সাড়া,
স্ক্রিন ছাড়া সবই সারা।
ভাই-বোনে নেই আর ঝগড়া,
সবাই এখন অনলাইনের পাড়া।
সন্ধ্যা বেলায় মাঠে যাওয়ার,
দিন ফুরালো স্মার্ট ফোনে গাওয়ার।
বন্ধুর সাথে আড্ডার সময়,
এখন শুধু “রিল”-এর জয়।
ক্লাসে বসে মেসেঞ্জার,
শিক্ষক বলে, “তুমি আনমনো কিসের?”
বইয়ের পাতায় ধুলো জমে,
ইমোজি পাঠায় মন খুশিতে নেমে।
রাত জেগে ফ্রি ফায়ারের লড়াই,
ঘুমের ঘাটতি শরীর ভাঙায়।
সকালে উঠে ক্লান্ত মুখ,
তবু হাতে মোবাইল, পুরোনো সুখ।
এই আসক্তি বড় ভয়ানক,
ভবিষ্যতের জন্য এক বিষাক্ত ধক।
জ্ঞান নয়, এখন চলছে বিনোদন,
হারাচ্ছি ধৈর্য, সময় আর মনন।
চলো বন্ধু, বদলাই আজ,
মোবাইল নয়, হোক বইয়ের সাজ।
পরিমিতি থাকুক হাতে,
প্রযুক্তি হোক জ্ঞান আর প্রজ্ঞার সাথে।
— শেষ —

Leave a Reply