কচ্ছপ ও খরগোশ – ঈশপের গল্প
একদিন খরগোশ তার দ্রুত দৌড়ানোর ক্ষমতা নিয়ে বড়াই করছিল। সে বলল—
“আমার মতো দৌড়াতে পারে এমন কেউ নেই।”
ধীর-স্থির কচ্ছপ হেসে উত্তর দিল—
“চলো, তাহলে দৌড় প্রতিযোগিতা করি।”
সবাই অবাক হয়ে গেল। প্রতিযোগিতা শুরু হলো। খরগোশ দ্রুত ছুটল, কিন্তু কিছু দূর গিয়ে ভেবে নিল—“কচ্ছপ তো অনেক পেছনে আছে, একটু ঘুমিয়ে নিই।”
এদিকে কচ্ছপ থামল না। ধীরে ধীরে এগিয়ে চলল আর শেষমেশ গন্তব্যে পৌঁছে গেল। ঘুম থেকে উঠে খরগোশ দৌড় দিলেও তখন অনেক দেরি হয়ে গেছে।
নীতিশিক্ষা: ধৈর্য আর নিয়মিত পরিশ্রমই সাফল্যের আসল চাবিকাঠি।
https://www.munshiacademy.com/কচ্ছপ-ও-খরগোশ-ঈশপের-গল্প-2/