কাক ও ময়ূর – ঈশপের গল্প
একদিন এক কাক এক ময়ূরের সুন্দর পালক দেখে খুব হিংসা করল। কাক মনে মনে ভাবল—“যদি আমারও এমন সুন্দর পালক থাকত, তবে আমাকেও সবাই ভালোবাসত।”
পরদিন কাক ময়ূরের পালক কুড়িয়ে নিজের গায়ে গুঁজে নিল। ময়ূরের মতো ভান করে সে ময়ূরের দলে গিয়ে দাঁড়াল। কিন্তু ময়ূররা তাকে চিনে ফেলল এবং পালক ছিঁড়ে বের করে দিল।
অভিমানী কাক এবার নিজের দলে ফিরে এলো। কিন্তু তার সঙ্গী কাকরা তাকে গ্রহণ করল না। তখন কাক বুঝল—অন্যের রূপ নকল করলে নিজের সম্মানও হারাতে হয়।
নীতিশিক্ষা: নিজের স্বভাব আর রূপ নিয়ে গর্বিত থাকাই শ্রেয়।