দুই কাক : ঈশপের গল্প  (ঈশপের নীতিকথা থেকে)

দুই কাক : ঈশপের গল্প

(ঈশপের নীতিকথা থেকে)

একসময় এক বনে দুই কাক বাস করত। এক কাক ছিল অহংকারী, আরেক কাক ছিল বুদ্ধিমান ও সতর্ক।

একদিন তারা দু’জন নদীর ধারে উড়ে বেড়াচ্ছিল। হঠাৎ একটি সুন্দর হাঁসকে তারা দেখতে পেল। অহংকারী কাকটি হাঁসকে দেখে বলল—
“এই হাঁসকে আমি সহজেই ধরতে পারব। ও তো ধীরগতির, আমি ঝাঁপ দিলেই পেয়ে যাব।”

কিন্তু সতর্ক কাকটি সাবধান করল—
“না ভাই, হাঁস সহজে ধরা যাবে না। ও পানিতে থাকে, আর পানির কাছে গেলে মানুষও থাকতে পারে। বিপদ হতে পারে।”

অহংকারী কাক সতর্কবাণী না শুনে দ্রুত হাঁসের দিকে ঝাঁপ দিল। হাঁসটি উড়ে নদীর জলে গিয়ে আশ্রয় নিল। তখনই এক জেলে জাল ফেলল, আর সেই কাকটি জালে আটকে গেল।

অন্যদিকে সতর্ক কাকটি দূরে গাছের ডালে বসে সবকিছু দেখল এবং বেঁচে গেল।


নীতিশিক্ষা 📖

অহংকার ও হঠকারিতা সর্বনাশ ডেকে আনে। সতর্কতা ও বুদ্ধিমত্তাই জীবনে সাফল্য এনে দেয়।


দুই কাক : ঈশপের গল্প  (ঈশপের নীতিকথা থেকে)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *