📘 “মহাজাগতিক কিউরেটর” — বহুনির্বাচনী প্রশ্ন (MCQ)
(সকল প্রশ্নের সঠিক উত্তর ✅ দিয়ে চিহ্নিত করা হয়েছে)
১। মুহম্মদ জাফর ইকবালের পিতার নাম কী?
ক. শহিদ আবিদুর রহমান খান
খ. শহিদ লুৎফর রহমান
গ. শহিদ মফিজুল হক
✅ ঘ. শহিদ ফয়জুর রহমান আহমেদ
২। তাঁর মাতার নাম কী?
ক. আমিনা বেগম
খ. আয়েশা বানু
গ. সায়েরা খাতুন
✅ ঘ. আয়েশা আখতার খাতুন
৩। লেখকের মাধ্যমিক শিক্ষা কোথায় সম্পন্ন হয়?
✅ ক. বগুড়ায়
খ. চট্টগ্রামে
গ. রাজশাহীতে
ঘ. ঢাকায়
৪। উচ্চমাধ্যমিক কোথায় পাস করেন?
ক. রাজউক কলেজ
✅ খ. ঢাকা কলেজ
গ. চুয়েট
ঘ. সিলেট সরকারি কলেজ
৫। এম.এসসি ডিগ্রি লাভ করেন—
✅ ক. ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
খ. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে
গ. রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে
ঘ. বুয়েট থেকে
৬। পিএইচডি লাভ করেন কোন প্রতিষ্ঠান থেকে?
ক. হার্ভার্ড ইউনিভার্সিটি
খ. এমআইটি
✅ গ. ইউনিভার্সিটি অব ওয়াশিংটন
ঘ. অক্সফোর্ড ইউনিভার্সিটি
৭। কোন লেখক বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনি লেখেন?
ক. সুনীল গঙ্গোপাধ্যায়
খ. হুমায়ূন আহমেদ
✅ গ. মুহম্মদ জাফর ইকবাল
ঘ. সেলিনা হোসেন
৮। মুহম্মদ জাফর ইকবালের সাহিত্যিক বৈশিষ্ট্য—
ক. সামাজিক বাস্তবতা
✅ খ. বৈজ্ঞানিক বস্তুনিষ্ঠতা ও মানবিক কল্পনা
গ. ঐতিহাসিক কাহিনি
ঘ. কৌতুকপূর্ণ রচনা
৯। বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন—
ক. ১৯৯০ সালে
খ. ১৯৯৫ সালে
✅ গ. ২০০৪ সালে
ঘ. ২০১০ সালে
১০। মানুষের বয়স কত সময় বলা হয়েছে গল্পে?
ক. ৫ লক্ষ বছর
✅ খ. দুই মিলিয়ন বছর
গ. এক মিলিয়ন বছর
ঘ. ১০ হাজার বছর
১১। সরীসৃপদের কী বলা হয়েছে গল্পে?
✅ ক. পিছিয়ে পড়া প্রাণী
খ. উন্নত প্রাণী
গ. ভয়ংকর প্রাণী
ঘ. অদ্ভুত প্রাণী
১২। ভাইরাসকে প্রাণহীন বলা হয়েছে কেন?
✅ ক. সংস্পর্শে এলে জীবিত হয়ে ওঠে
খ. খুব ক্ষুদ্র
গ. ব্যাধি ছড়ায়
ঘ. ব্যতিক্রমী জীবনধারা
১৩। প্রাণের গঠনে মূল উপাদান—
ক. প্রোটিন
✅ খ. ডিএনএ
গ. জল
ঘ. কার্বন
১৪। কুকুরকে কেন নমুনা হিসেবে নেওয়া হয়নি?
ক. ভয়ংকর
✅ খ. প্রভুভক্ত, স্বতন্ত্র নয়
গ. শিকারি
ঘ. স্নেহপরায়ণ
১৫। হরিণকে বাদ দেওয়া হয়েছে কেন?
✅ ক. তৃণভোজী, অধিক সময় ধরে খেতে হয়
খ. বুদ্ধিহীন
গ. ভয় পায়
ঘ. সমাজবিচ্ছিন্ন
১৬। পিঁপড়াকে কেন নেয়া হলো?
✅ ক. সুশৃঙ্খল, পরিশ্রমী, পরোপকারী
খ. মাটির নিচে বাস করে
গ. বিষাক্ত নয়
ঘ. ক্ষতিকর নয়
১৭। মানুষকে কেন বাদ দেওয়া হয়েছে?
✅ ক. দূষণ করে, যুদ্ধ করে
খ. আবিষ্কার করে
গ. স্বাধীনচেতা
ঘ. নেতৃত্ব দেয়
১৮। ভাইরাস ও ব্যাকটেরিয়া বাদ কেন?
✅ ক. ক্ষুদ্র, জটিল নয়
খ. উপকারী নয়
গ. দেখতে ভয়ংকর
ঘ. সংক্রমণ ছড়ায়
১৯। পৃথিবী থেকে সর্বশ্রেষ্ঠ প্রাণী হিসেবে কাকে বেছে নেয়া হয়?
ক. মানুষ
খ. কুকুর
✅ গ. পিঁপড়া
ঘ. ডলফিন
২০। লেখকের গল্পটি কোন ধরণের সাহিত্য?
ক. ঐতিহাসিক কাহিনি
✅ খ. বিজ্ঞানভিত্তিক কল্পকাহিনি
গ. ব্যঙ্গ রচনা
ঘ. মনস্তাত্ত্বিক গল্প
https://www.munshiacademy.com/📘-মহাজাগতিক-কিউরেটর-ব/