কদিন এক ক্ষুধার্ত শেয়াল গভীর জঙ্গলে ঘুরছিল খাবারের খোঁজে। সকাল থেকে সন্ধ্যা — কিছুই পায়নি। অবশেষে এক বাগানের মধ্যে এসে পড়ল।
সেখানে এক লতায় ঝুলছে পাকা পাকা আঙুরের থোকা 🍇। সূর্যের আলোয় সেগুলো ঝিকমিক করছে।
শেয়ালের মুখে পানি এসে গেল।
সে ভাবল, “আহা! একবার যদি ঐ আঙুরগুলো পেতাম!”
সে লাফ দিল একবার, দুইবার, তিনবার — কিন্তু আঙুরগুলো ছিল অনেক উঁচুতে। বারবার চেষ্টা করেও যখন সে ব্যর্থ হলো, তখন ক্লান্ত ও হতাশ হয়ে হাঁপাতে হাঁপাতে বলল,
“এই আঙুরগুলো তো টক! খেলে বোধহয় পেটই খারাপ হবে!”
এই বলে শেয়ালটি মাথা উঁচু করে চলে গেল, নিজের ব্যর্থতাকে ঢেকে রাখতে।
🔹 নীতিকথা:
যা পাওয়া যায় না, মানুষ প্রায়ই সেটাকে তুচ্ছ করে দেখায়।

Leave a Reply