সিংহ, ভাল্লুক এবং চালাক শেয়াল,
সিংহ ও ভালুক একই সময়ে একটা বাছুর দেখতে পেলো। ভালুক বললো- ‘আমি এটাকে আগে দেখেছি, সুতরাং এইটা আমার।’ সিংহ বললো-‘না, আমি আগে দেখেছি তাই এটা আমার।’দুজনে মিলে শুরু করে দিলো মারামারি।
দূর থেকে চুপ করে ওদের এই মারামারি দেখছিলো একটা শেয়াল। মারামারি করে যখন সিংহ ও ভালুক দুজনেই যখন নিস্তেজ হয়ে পড়লো, তখন শেয়াল বাছুরটা নিয়ে দৌড় দিলো। ভালুক আর সিংহ তাকিয়ে তাকিয়ে দেখলো। ওদের গায়ে তখন আর কোন শক্তি ছিলোনা।
‘কত বোকা আমরা। নিজেরা মারামারি না করে যদি আমরা ভাগাভাগি করে খেতাম, তাহলে আজ শেয়ালের কপালে জুটতোনা বাছুরখানা’- দুঃখ করে বললো তারা।
উপদেশঃ সব পরিশ্রম শেষ করে ফেললেই সবসময় মুনাফা পাওয়া যায়না।