গান: সব ক’টা জানালা খুলে দাও না
🎼 গীতিকার: নজরুল ইসলাম বাবু
🎶 সুরকার ও সঙ্গীত পরিচালক: আহমেদ ইমতিয়াজ বুলবুল
🎤 শিল্পী: সাবিনা ইয়াসমিন
🗓️ প্রকাশকাল: ২৬ মার্চ ১৯৮২ (বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে)
🎧 রেকর্ডিং স্টুডিও: ইপসা রেকর্ডিং স্টুডিও, কাকরাইল, ঢাকা
🎵 গানের ধরন: দেশাত্মবোধক
💿 অ্যালবাম: সব ক’টা জানালা খুলে দাও না (সাউন্ডটেক, ২০১৬)
🕊️ প্রেক্ষাপট: মুক্তিযোদ্ধাদের স্মরণে এবং বিজয়ের চেতনায় অনুপ্রাণিত হয়ে রচিত
📺 প্রথম সম্প্রচার: বাংলাদেশ টেলিভিশনের স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে
এই গানটি বাংলাদেশের স্বাধীনতা ও বিজয় দিবসের অনুষ্ঠানে বহুবার বাজানো ও পরিবেশিত হয়েছে। গানটি বাংলাদেশ টেলিভিশনের বাংলা ও ইংরেজি সংবাদ শুরু হওয়ার আগে ইনসিগনিয়া হিসেবে দীর্ঘ ৮-৯ বছর ব্যবহার হয়েছে।
🎬 ভিডিও লিংক:
এই গানটি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চেতনাকে ধারণ করে এবং মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের এক অনন্য নিদর্শন।
সব কটা জানালা, খুলে দাও না
আমি গাইবো, গাইবো বিজয়েরই গান
ওরা আসবে, চুপি চুপি
যারা এই দেশটাকে ভালোবেসে
দিয়ে গেছে প্রাণ
সব কটা জানালা খুলে দাও না
আমি গাইবো, গাইবো বিজয়েরই গান
ওরা আসবে, চুপি চুপি
যারাএই দেশটাকে ভালোবেসে দিয়ে গেছে প্রাণ
সব কটা জানালা খুলে দাও না
চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
চোখ থেকে মুছে ফেল অশ্রুটুকু
এমন খুশির দিনে কাঁদতে নেই
হারানো স্মৃতির, বেদনাতে,
একাকার করে মন রাখতে নেই
ওরা আসবে চুপি চুপি,
কেও যেন ভুল করে, গেও
নাকো মন ভাঙ্গা গান
সব কটা জানালা খুলে দাও না
আজ আমি সারা নিশি, থাকব জেগে ,
ঘরের আলো সব আঁধার করে
আজ আমি সারা নিশি, থাকব জেগে ,
ঘরের আলো সব আঁধার করে
ছড়িয়ে রাখ, আতর গোলাপ,
এদেশের প্রতিটি ঘরে ঘরে
ওরা আসবে চুপি চুপি,
কেও যেন ভুল করে, গেও
নাকো মন ভাঙ্গা গান
সব কটা জানালা খুলে দাও না
আমি গাইবো, গাইবো বিজয়েরই গান
ওরা আসবে চুপি চুপি
যারা এই দেশটাকে, ভালোবেসে,
দিয়ে গেছে প্রাণ
সব কটা জানালা খুলে দাও না