সকালে বেরোয় মানুষ হাজার,
স্বপ্ন চোখে, জীবনের আশা বারবার।
রাস্তা ধরে ছুটে চলে,
নিয়ম ভেঙে কেউ বা চলে।
হঠাৎ একটা ব্রেকের শব্দ,
শেষ হয় জীবনের অনবদ্য গল্প।
মা হারায় সন্তান, ভাই হারায় ভাই,
একটি দুর্ঘটনায় শেষ সবই।
ড্রাইভারের চোখে ঘুমের ছোঁয়া,
মোবাইলে ব্যস্ত চালকের বোকা চাওয়া।
সিগন্যাল মানে না কেউ,
দায়িত্বহীনতায় প্রাণ নেয় ঢেউ।
হেলমেটহীন বাইকার উড়ে যায়,
এক সেকেন্ডেই জীবন থেমে যায়।
গতি আর অসচেতনতা মিলেই,
প্রতিদিন লাশ পড়ে রাস্তাতেই।
সচেতন হই, জীবন বাঁচাই,
নিয়ম মেনে সড়ক নিরাপদ গড়াই।
সড়ক যেন হয় না মৃত্যুর মাঠ,
সকলের দায়িত্ব হোক আজকের শপথ।

Leave a Reply