সংবিধান, জাতির মুল্যবান ধন,
লেখা হয়েছে ত্যাগে, রক্তে, মন।
স্বাধীনতার প্রতীক, ন্যায়বিচারের পথ,
তাতে হাত দিলে, জাগে জনতার রথ।
কেনো বদলাবে বারবার নিয়ম?
কে পায় এতে স্বার্থের জয়গান?
জনগণ দেখছে, চুপ করে নয়,
বুকের মাঝে জমছে আগুনের ভয়।
সংবিধান বদলে যারা খেলে খেলা,
তাদের প্রতি রইল প্রতিবাদের মেলা।
আইনের শাসন চাই, ব্যক্তি শাসন নয়,
দেশ যেন ফিরে না যায় অতীত ভয়।
প্রতিটা ধারা লুকায় ইতিহাস,
গণতন্ত্র চায় না কোনো প্রহসনবাস।
আমরা চাই না কাগজে বন্দি অধিকার,
চাই বাস্তবে ন্যায়ের স্বচ্ছ আভাসবার।
এই জনতার মুখে আজ একটাই কথা—
সংবিধান বদল নয়, চাই সঠিক ব্যাখ্যা।
গণতন্ত্রে নয় ছয় চলবে না আর,
প্রতিবাদী কণ্ঠেই বদলাবে সরকার!

Leave a Reply