শেয়াল ও আঙুর – ঈশপের গল্প
গরমের দুপুরে এক শেয়াল প্রচণ্ড ক্ষুধার্ত হয়ে খাবার খুঁজতে বের হলো। হঠাৎ সে এক বাগানে ঢুকে গাছে ঝুলন্ত কচকচে আঙুর দেখতে পেল।
শেয়ালের জিভে জল এসে গেল। সে লাফিয়ে লাফিয়ে আঙুর পাড়ার চেষ্টা করল। কিন্তু যতই লাফায়, আঙুর ধরতে পারল না। অনেকবার ব্যর্থ হয়ে শেষে হাঁপিয়ে শেয়াল বলল—
“হুঁ! আঙুর তো কাঁচা। এগুলো খেলে আমার ক্ষতি হবে।”
এ কথা বলে সে মাথা উঁচু করে গর্বভরে চলে গেল। আসলে শেয়াল বুঝল—যা পাওয়া যায় না, তাকে ছোট করে দেখানোই সহজ।
নীতিশিক্ষা: যা পাওয়া যায় না, তাকে তুচ্ছ ভাবা বোকামি।