শিয়াল ও বোকা চাষি – ঈশপের গল্প

🦊শিয়াল ও বোকা চাষি – Shial o Buka Chasi | Isoper Bangla Golpo | ঈশপের নৈতিক গল্প

(ঈশপের নৈতিক গল্প)

 

শিয়াল ও বোকা চাষি - Shial o Buka Chasi | Isoper Bangla Golpo | ঈশপের নৈতিক গল্প
শিয়াল ও বোকা চাষি – Shial o Buka Chasi | Isoper Bangla Golpo | ঈশপের নৈতিক গল্প

 

 

এক গ্রামে বাস করত এক সহজ-সরল চাষি। সে খুব বিশ্বাসী এবং সৎ ছিল, কিন্তু বড্ড বেশি ভোলাভালা। আর সেই সুযোগ নিতে চেষ্টায় থাকত এক ধূর্ত শিয়াল

শিয়ালটি ভাবল,

“এই চাষিকে বোকা বানালে তো প্রতিদিনের খাবার জুটে যাবে!”

📣 একদিন শিয়াল এসে বলল—
— “চাচা চাষি! আমি খুব গরিব, অনাহারে আছি। আপনার খেত পাহারা দেব, কোনো ফসল নষ্ট হতে দেব না!”

চাষি খুশি হয়ে তাকে কাজে লাগাল। ভাবল,
— “বিনা পয়সায় পাহারাদার পাওয়া গেছে!”

কিন্তু শিয়াল তো শিয়ালই। রাতে ফসল পাহারা দেওয়ার নামে সে মাঠে ঢুকে ভুট্টা, শসা, তরমুজ সব খেতে লাগল

দিনের পর দিন ফসল নষ্ট হতে লাগল, চাষি কিছুই বুঝতে পারছিল না।

📉 একদিন চাষি মাঠে গিয়ে দেখে পুরো ক্ষেত লণ্ডভণ্ড! তখন সে সিদ্ধান্ত নেয় রাতে নিজে পাহারা দেবে।

সে গাছের আড়ালে লুকিয়ে দেখে শিয়াল খেত চষে খাচ্ছে!

তৎক্ষণাৎ চাষি দড়ি নিয়ে এসে শিয়ালকে ধরে ফেলে!

😠 চাষি বলল—
— “তুই তো পাহারাদার না! তুই তো চোর!”

শিয়াল গা চাটতে চাটতে বলল,
— “চাচা! আমি তো শুধু পরীক্ষা করে দেখছিলাম—চাষ কত ভালো হয়েছে!”

চাষি রেগে আগুন! সে বুঝে গেল—
“অন্ধ বিশ্বাসে ধূর্তকে দায়িত্ব দিলে সর্বনাশ নিশ্চিত।”

📜 নীতিকথা

👉 প্রতিটি বিশ্বাসের আগে উচিত পরীক্ষা।
👉 বোকা হলে কৌশলী শত্রু বন্ধু সেজে সর্বনাশ করে।
👉 যে পাহারাদার চোর, তার হাতেই গৃহ নষ্ট হয়।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *