রঙ্গে রসে ভরপুর হামার বাড়ি রংপুর
____♪♪____
শিরোনামঃ রঙ্গরসে ভরপুর
শিল্পীঃ সাহস মোস্তাফিজ
সংগীতায়োজনঃ আবু বকর সিদ্দিক
–
রঙ্গে রসে ভরপুর হামার বাড়ি রংপুর
হামার ওত্তি যান
হামার আইগন্যাত বসি তোমরা
শুনি আইসেন ভাওয়াইয়া গান।।
‘
বেগম রোকেয়ার বাড়ি রঙ্গপুরের বুকে
মনটা তোমার হারে যাইবে তিস্তা নদীর বাঁকে
আরে/ তাজহাট ঘুরি দেইখমেন যদি সমায় সুযোগ থাকে
মনটা তোমার হারে যাইবে ধল্লা নদীর বাঁকে
গান শুনমেন আর মনের সুখে খাইমেন খিলি পান
সাগাই ভালোবাসি হামরা, হামার বাড়ি যান।।
‘
বিন্নি ধানের ভাত আন্দিমো খির পাকামো রসি
সিদোল পোড়া ভত্তা খাইমেন শীতল পাটিত বসি
নাপা শাকের প্যালকা আর মাশকলাইয়ের ডাল
আলু ভত্তাত পুড়ি দেমো শুট আকালির ঝাল
হাড়িভাঙ্গা আমি খোয়ামো যদি খাবার চান
সাগাই ভালোবাসি হামরা, হামার বাড়ি যান।।