Spread the loveমায়াবন বিহারিনী হরিণী রবীন্দ্রনাথ ঠাকুর মায়াবনবিহারিণী হরিণী গহনস্বপনসঞ্চারিণী, কেন তারে ধরিবারে করি পণ অকারণ। থাক্ থাক্, নিজ-মনে দূরেতে, আমি শুধু বাঁশরির সুরেতে পরশ করিব ওর প্রাণমন অকারণ॥ চমকিবে ফাগুনের পবনে, পশিবে আকাশবাণী শ্রবণে, চিত্ত আকুল হবে অনুখন অকারণ। দূর হতে আমি তারে সাধিব, গোপনে বিরহডোরে বাঁধিব– বাঁধনবিহীন সেই যে বাঁধন অকারণ॥ https://www.munshiacademy.com/মায়াবন-বিহারিণী-হরিণী/ Post Views: 11 Tweet 2025-07-05