হুছাম উদ্দিন নামটি শুনলেই,
বুকে বাজে আলোর ঢেউ।
সত্য আর সাহসের পথে,
চলেছেন তিনি একাই অনেক দূর।
নয় মোহে মোড়া রাজপথে,
বরং সাধারণ মানুষের পাশে,
উনার কথা, উনার হাসি,
বাঁধে হৃদয়ে এক ভালোবাসা।
যেখানে অন্যায় দেখে চোখ,
সেখানে তিনিই হন বজ্রকণ্ঠ।
নরম হৃদয়, দৃঢ় মন,
পথ দেখান শত সহস্র জন।
গ্রাম বাংলার মাঠে ঘাটে,
উনার নামেই গুণগান উঠে।
জ্ঞান আর দয়ার আলো হাতে,
শিক্ষা দেন মানুষ গড়ার কথা।
হুছাম উদ্দিন এক আদর্শ নাম,
যে নামেই আছে সম্মান ও দাম।
বাংলার বুকে এমন সন্তান,
চিরদিন থাকবে প্রেরণার প্রাণ।
