ভালোবাসা ছাড়া কবে ফুল ফুটেছে গাছে ?
আমি ভালোবাসি নি এমন নারী কোথায় আছে ?
আমার ভালোবাসা ছাড়া গায় না কোনো পাখি,
আমার ভালোবাসা ছাড়া বয় না কোনো নদী।
আকাশের ওই চাঁদকে আমি ভালো না বাসি যদি
অভিমানে মেঘের নিচে থাকে সে মুখ ঢাকি।
আমার ভালোবাসা ছাড়া, বলো, কোথায় কবে,
মেতেছিল এই পৃথিবী আনন্দ-উৎসবে ?
আমার ভালোবাসা ছাড়া জন্মেছে কোন্ শিশু ?
আমার ভালোবাসা ছাড়া ভেঙেছে কোন্ কারা ?
