📜 ভাবুক মনে
✍️ তান্নি আক্তার চৌধুরী
রাত, দুপুর, সকাল-সন্ধ্যা—
মাথায় আছে প্যাঁচ বান্দা!
আকাশে মেঘ কেন ভেসে বেড়ায়?
চাঁদের ফাঁকে তারা কেন প্রদীপ জালায়?
পাখি কেন মুক্ত শপথে আকাশে চরে?
পৌষের বেলা শেষে মিটি মিটি করে,
বাতাস কেন বয় অবিরাম?
শুধুই বুঝি বর্ষাকালে কেন পাকে জাম?
বর্ষার বৃষ্টিতে পানি কেন চলে আসে?
রুদ্র তাপে আবার কেন সে লুকায়?
মহাবিশ্বের অসীমতলে ধরণী কাঁপুক!
ভাসমান পানিতে থেকে রয় ভাবুক!
অমন কথায় মন মোর ঘোরালো,
রাত গেল, দিন এল—কথা না ফুরালো!
ভাবুক মনে প্রশ্নের বেগ ছাপায়—
অবিশ্রান্ত বৃষ্টির ফোঁটায়,
থেকে যায় প্রশ্ন লোকায়ে!
মস্তিষ্কের চিপায় চাপায়ে।