ব্যারিকেড বেয়নেট বেড়াজাল

Spread the love

ব্যারিকেড বেয়নেট বেড়াজাল

 

ব্যারিকেড বেয়নেট বেড়াজাল
পাকে পাকে তড়পায় সমকাল
মারীভয় সংশয় ত্রাসে
অতিকায় অজগর গ্রাসে
মানুষের কলিজা
ছেঁড়ে খোঁড়ে খাবলায়
খাবলায় নরপাল।

ঘুম নয় এই খাঁটি ক্রান্তি
ভাঙো ভাই খোঁয়ারির ক্লান্তি
হালখাতা বৈশাখে
শিস দেয় সৈনিক হরিয়াল।।

দুর্বার বন্যার তোড়জোড়
মুখরিত করে এই রাঙা ভোর
নায়ে ঠেলা মারো হেঁই এইবার
তোলো পাল তোলো পাল ধরো হাল।।

কড়া হাতে ধরে আছি কবিতার
হাতিয়ার কলমের তলোয়ার
সংগ্রামী ব্যালাডে
ডাক দেয় কমরেড কবিয়াল।।

[গানটি লিখেছেন আবু বকর সিদ্দিকি এবং সুর ও স্বরলিপি করেছেন সাধন সরকার]

ব্যারিকেড বেয়নেট বেড়াজাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *