বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর

Spread the love

বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর

সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি হয় – লাল আলোতে।

গাজরের মূলে থাকে – ক্যারোটিন।

লেট ব্লাইট রোগটি সম্পর্কিত – আলুর সাথে।

বিশ্বের প্রথম টেস্টটিউব বেবীর নাম – লুইস ব্রাউন।

মানবদেহে করোটিতে অস্থির সংখ্যা – ২৯ টি।

মানবদেহে কশেরুকার সংখ্যা – ৩৩ টি।

মানবদেহের বৃহত্তম কোষ – ডিম্বানু।

মানুষের সবচেয়ে বড় হাড় – ফিমার।

মানুষের সবচেয়ে বড় গ্রন্থি – যকৃত।

রক্ত আমাশয়ের জীবাণু- সিগেলা।

চা পাতায় পাওয়া যায় – ভিটামিন বি কমপ্লেক্স।

কচু খেলে গলা চুলকায় কারন কচুতে রয়েছে- ক্যালসিয়াম অক্সালেট

ভিটামিন সি এর অপর নাম – এসকরবিক এসিড।

রেফ্রিজারেটরে ব্যবহৃত হয় -কার্বন ও ফ্রেয়ন।

বাদুড় পথ চলার জন্য ব্যবহার করে – আল্ট্রাসনিক তরঙ্গ।

পলিথিন মাটির সাথে মিশতে সময় লাগে – প্রায় ৪৫০ বছর।

কাচ মাটির সাথে মিশতে সময় লাগে – প্রায় ২০০ বছর।

শব্দের গতি সবচেয়ে কম – বায়বীয় পদার্থে।

সূর্য থেকে পৃথিবীর দূরত্ব – ১৫ কোটি কিমি।

লেজার রশ্মি আবিষ্কার করেন -মাইম্যান।

আলোর কোয়ান্টাম তত্ত্বের প্রবক্তা -ম্যাক্স প্ল্যাঙ্ক।

লেন্সের ক্ষমতার একক – ডায়প্টার।

হীরক দেখার কারন -পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য।

যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে বলে – দর্পন।

সিনেমাস্কোপ প্রজেক্টরে ব্যবহৃত হয় – অবতল লেন্স।

বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *