জ্ঞান, সৃজন, শিল্পসাহিত্য, শিক্ষা, সমসাময়িক চিন্তার চর্চা ও সচেতনতার পাঠশালা
বাংলাদেশের শিশু মোরা
Spread the love
বাংলাদেশের শিশু মোরা
বাংলাদেশের শিশু মোরা,বাংলা ভালোবাসি
দেশের ডাকে মরতে পারি, দেশের ডাকে আসি।
সেই তো আমার বাংলাদেশ, আমাদেরই বাংলাদেশ।।
দেশটাকে ভাই গড়তে হলে করতে হবে আগে,
শিক্ষা শুধু জীবন গড়ে, শিক্ষাতে প্রাণ যাবে।
তাই তো রে ভাই সবাই মিলে পাঠশালাতে আসি।।
সত্য ন্যায়ের গড়তে জীবন শিক্ষাই হোক হাতিয়ার
ধন্য সেই জন এই ভুবনে শিক্ষা আছে যার।
সবার প্রাণে বাজবে এ গান যদি দেশকে ভালোবাসি।।