প্রলয়োল্লাস – কাজী নজরুল ইসলাম 

প্রলয়োল্লাস – কাজী নজরুল ইসলাম 

তোরা সব জয়ধ্বনি কর!
তোরা সব জয়ধ্বনি কর!
ওঐ নূতনের কেতন ওড়ে কাল্-বোশেখীর ঝড় !
তোরা সব জয়ধ্বনি কর!

আসছে এবার অনাগত প্রলয়-নেশার নৃত্য-পাগল,
সিন্ধু-পারের সিংহ-দ্বারে ধমক হেনে ভাঙল আগল !
মৃত্যু-গহন অন্ধকূপে
মহাকালের চণ্ড-রূপে—
ধূম্র-ধূপে
বজ্র-শিখার মশাল জ্বেলে আসছে ভয়ঙ্কর !
ওরে ওঐহাসছে ভয়ঙ্কর !
তোরা সবজয়ধ্বনি কর !
তোরা সবজয়ধ্বনি কর!

ঝামর তাহার কেশের দোলার ঝাপটা মেরে গগন দুলায়,
সর্ব্বনাশী জ্বালা-মুখী ধূমকেতু তার চামর ঢুলায় !
বিশ্বপাতার বক্ষ-কোলে
রক্ত তাহার কৃপাণ ঝোলে
দোদুল দোলে !
অট্টরোলের হট্টোগোলে স্তব্ধ চরাচর—

ওরে ওঐস্তব্ধ চরাচর !
তোরা সবজয়ধ্বনি কর !
তোরা সবজয়ধ্বনি কর !

দ্বাদশ-রবির বহ্নি-জ্বালা ভয়াল তাহার নয়ন-কটায়,
দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গ তার ত্রস্ত জটায় !
বিন্দু তাহার নয়ন-জলে
সপ্ত মহা-সিন্ধু দোলে
কপোল-তলে !

বিশ্ব-মায়ের আসন তারি বিপুল বাহুর ‘পর—
হাঁকে ওঐ“জয় প্রলয়ঙ্কর !”
তোরা সবজয়ধ্বনি কর !
তোরা সবজয়ধ্বনি কর !

প্রলয়োল্লাস – কাজী নজরুল ইসলাম 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *