বাংলার বুকে বাজে ঢোল, নির্বাচন এলো দরজায়,
পথঘাট জুড়ে পোস্টার ঝুলে, কানে শুধু প্রচার ভাই।
কেউ বলছে আমি সেরা, কেউ বা দিচ্ছে প্রতিশ্রুতি,
ভোটার খুঁজে স্বপ্ন দেখে, চাই শান্তির ভিত্তি।

নেতা এলেন হাসিমুখে, দিলেন আবার আশা,
ভুলে গেছেন বিগত দিনে, কেবল দেন ভাষা।
গ্রামে-গঞ্জে শহরজুড়ে, মঞ্চে আলো ঝলমলে,
জনগণের স্বপ্ন তবে, থাকবে না কি ভুলে?

বুথের দিকে যাচ্ছে মানুষ, ভোট দিচ্ছে মনে ভয়,
নিরাপত্তা কোথায় সেথা, কেবল প্রশ্ন ছড়ায়।
নির্বাচনের নামে যদি, হয় কেবল নাটক,
তবে কেনই বা ভোট দিই, বলো এতো খাটাখাটক?

নতুন সূর্য উঠুক তবে, সত্য, ন্যায় আর জিতে,
জনগণের রায়ে গড়ে উঠুক, দেশটা ভালোবেসে।
নির্বাচন হোক উদযাপন, গণতন্ত্রের জয়গান,
নতুন করে স্বপ্ন বুনে, জেগে উঠুক বাংলাদেশ প্রাণ।