দিবানিশি থেক সব রে মন বা-হুঁশিয়ারী

Spread the love

দিবানিশি থেক সব রে মন বা-হুঁশিয়ারী

দিবানিশি থেক সব রে মন বা-হুঁশিয়ারী

রাছুল বলে ইয়ে দুনিয়া ।।

মিছে ঝাকমারী।

দিবানিশি থেক রে ও মন বা-হুঁশিয়ারী

দিবানিশি থেক রে থেক ও মন বা-হুঁশিয়ারী

 

পড়িও আউজবিল্লা

দূরে যাবে নানতুল্লা ।।

মুর্শিদরূপ করিলে হিল্লা ।।

শঙ্কা যায় তারই।।

দিবানিশি থেক রে সাধের মন বা-হুঁশিয়ারী

দিবানিশি থেক রে থেক ও মন সব বা-হুঁশিয়ারী

 

যাহের বাতেন ছপ ছফিনায়

পুছি দ্বার ভেদ দিলেম সিনায় ।।

অমনি মতন তোমার সবায়

বল সবারই।।

দিবানিশি থেক রে থেক সবে বা-হুঁশিয়ারী

 

অগত অভক্তজনা

তারে গুপ্ত ভেদ বইল না

বলিলে সে মানিবে না ।।

করবে অহংকারী।।

দিবানিশি থেক রে সবে মন সব বা-হুঁশিয়ারী

https://www.munshiacademy.com/দিবানিশি-থেক-সব-রে-মন-বা-হু/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *