📜 কবিতার নাম: দিনরাত
👤 কবি: জীবনানন্দ দাশ
🌌 কাব্যগ্রন্থ: সাতটি তারার তিমির
সারাদিন মিছে কেটে গেল;
সারারাত বড্ডো খারাপ
নিরাশায় ব্যর্থতায় কাটবে; জীবন
দিনরাত দিনগতপাপ
ক্ষয় করবার মতো ব্যবহার শুধু।
ফণীমনসার কাঁটা তবুও তো স্নিগ্ধ শিশিরে
মেখে আছে; একটিও পাখি শূন্যে নেই;
সব জ্ঞানপাপী পাখি ফিরে গেছে নীড়ে।
https://www.munshiacademy.com/দিনরাত-কবিতা-জীবনানন্দ-দ/
কবি সম্পর্কে বিস্তারিত জানতে নিচের ভিডিয়োটি উপভোগ করুন।
https://youtu.be/wIJCCwEtgDs?si=ruV7-SW7bLSYDhZ_