জানা গেল এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য সময়

Spread the love

জানা গেল এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সম্ভাব্য সময়

প্রতিনিধি: তান্নি আক্তার চৌধুরী
জকিগঞ্জ, সিলেট
আপডেট: ১৯ জুলাই ২০২৫, ২০:১৫

শনিবার (১৯ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, নিয়ম অনুযায়ী এসএসসি পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফলাফল ৩০ দিনের মধ্যে প্রকাশিত হওয়ার কথা রয়েছে। সে হিসাবে আগামী আগস্ট মাসে ফল প্রকাশ করা হবে।

ঢাকা বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশের সব শিক্ষা বোর্ড মিলিয়ে কত শিক্ষার্থী ফল পুনঃনিরীক্ষণের আবেদন করেছেন, সেই তথ্য এখনও নিশ্চিত নয়।

গত ১০ জুলাই ২০২৫ সালে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়, যেখানে ৬৮.৪৫ শতাংশ শিক্ষার্থী পাশ করেন। এরপর ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত পুনঃনিরীক্ষণের জন্য আবেদন গ্রহণ করা হয়। শিক্ষার্থীরা টেলিটক মোবাইল অপারেটরের মাধ্যমে খাতা পুনঃনিরীক্ষণের আবেদন করার সুযোগ পেয়ে থাকেন।

বোর্ড কর্মকর্তারা বলেন, পুনঃনিরীক্ষণে শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন করা হয় না; কেবল পরীক্ষকদের দেওয়া নম্বরগুলো সঠিকভাবে যোগ হয়েছে কিনা তা যাচাই করা হয়।

https://www.munshiacademy.com/জানা-গেল-এসএসসির-পুনঃনির/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *