চোর ও কুকুর : ঈশপের গল্প
এক রাতে এক চোর এক ধনী লোকের বাড়িতে ঢুকল। বাড়ির কুকুর তা টের পেয়ে ঘেউ ঘেউ করতে লাগল। চোর কুকুরটিকে শান্ত করার জন্য মিষ্টি স্বরে বলল—
“শোন বন্ধু! আমি তোমাকে আঘাত করতে আসিনি, শুধু একটু খাবার নিতে এসেছি। তাই চুপ করে থেকো।”
কুকুর রাগ করে উত্তর দিল—
“তুমি আমাকে মিষ্টি কথা বলে থামাতে চাও? আমি যদি চুপ করি, তবে আমার প্রভুর ক্ষতি হবে। আমার কাজ হলো সতর্ক করে প্রভুর ঘুম ভাঙানো।”
এ কথা বলে কুকুর আরও জোরে জোরে ঘেউ ঘেউ করতে লাগল। ফলে প্রভু জেগে উঠল এবং চোর পালিয়ে গেল।
শিক্ষা: কর্তব্যে অবিচল থাকাই সবচেয়ে বড় গুণ।