চার দফা দাবিতে ৩০ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের অনশন শুরু
প্রতিনিধি: তান্নি আক্তার চৌধুরী। জকিগঞ্জ, সিলেট। ১৯ জুলাই ২০২৫, ১৯:১৯
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা চার দফা দাবিতে শুক্রবার (১৮ জুলাই) ঢাকার কেন্দ্রীয় শহিদ মিনারে বিশাল মহাসমাবেশ করেছেন। দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে প্রায় ৫০ হাজার শিক্ষক এতে অংশগ্রহণ করেন।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে শিক্ষকেরা দাবি জানান—সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, ২০২১ সালের ৯ মার্চ থেকে সব প্রধান শিক্ষকের ১০ম গ্রেড বাস্তবায়ন, সিনিয়র সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতি এবং ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান।
মহাসমাবেশে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক এবিএম ফজলুল করিম, বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুলসহ অন্যান্য বিশিষ্টজন বক্তব্য দেন ও শিক্ষক আন্দোলনের প্রতি সমর্থন জানান।
মহাসমাবেশ থেকে ঘোষণা করা হয়, আগামী ১৮ সেপ্টেম্বরের মধ্যে দাবিগুলো বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে লাগাতার অনশন কর্মসূচি শুরু হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চলবে।
শিক্ষকরা জানান, দাবিগুলো বাস্তবায়িত হলে তাদের কর্মজীবনে উন্নতি হবে এবং শিক্ষা খাতে মানোন্নয়ন ঘটবে।
https://www.munshiacademy.com/চার-দফা-দাবিতে-৩০-সেপ্টেম/