🎵 গান: গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ
গীতিকার ও সুরকার: রবীন্দ্রনাথ ঠাকুর
কাব্যগ্রন্থ/সংকলন: গীতবিতান
গানের ধরন: রবীন্দ্রসঙ্গীত
প্রকাশকাল: ১৯০০-এর দশক (সুনির্দিষ্ট সাল অজ্ঞাত)
প্রথম প্রকাশ: গীতবিতান সংকলনে
গানের বিষয়বস্তু: গ্রামীণ জীবনের প্রতি আকর্ষণ, স্মৃতিচারণ, ও আবেগ
—
🎶 গানের কথা:
গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ
আমার…মন ভুলায় রে
গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ
আমার…মন ভুলায় রে
ও যে কার পানে মন
হাত বাড়িয়ে…
লুটিয়ে জায় ধুলায়রে আমার
মন ভুলায় রে
গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ
আমার…মন ভুলায় রে
গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ
আমার…মন ভুলায় রে
ও যে আমায়
ঘরের বাইর করে
পায়ে,পায়ে,পায়ে ধরে
মরি হায় হায় রে
ও যে কেড়ে আমায়
নিয়ে যায় রে
যায় রে কোন চুলায় রে আমার
মন ভুলায় রে
ও কোন বাঁকে কি ধন দেখাবে…
কোন খানে কি দায় ঠেকাবে…
কোথায় গিয়ে শেষ মেলে যে..
ভেবে না কুলায় রে আমার
মন ভুলায় রে
গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ
আমার…মন ভুলায় রে
গ্রাম ছাড়া ঐ রাঙামাটির পথ
আমার…মন ভুলায় রে
https://www.munshiacademy.com/গ্রাম-ছাড়া-ঐ-রাঙা-মাটির-প/