গাধা ও লবণ – ঈশপের গল্প
একদিন এক গাধা মালবাহী গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। গাড়িতে লবণের বড় বড় বস্তা ছিল। গাধা পথ চলতে চলতে ক্লান্ত হয়ে পড়ল। সে ভাবল—“এই লবণের গন্ধ খুব তীক্ষ্ণ, হয়তো একবার চেখে দেখা যাক।”
গাধা বস্তার উপর দাঁড়িয়ে লবণ চেখে দেখতে লাগল। হঠাৎ সে ভারসাম্য হারাল এবং গাড়ির পাশে পড়ে গেল। লবণের বস্তাগুলো তার পায়ে চাপা পড়ল, আর গাধা আহত হলো। মালিক দৌড়ে এসে গাধাটিকে উদ্ধার করল।
গাধা আফসোস করল এবং বুঝল—
“অপ্রয়োজনীয় লোভ ও কৌতুহল সবসময় বিপদ ডেকে আনে। দায়িত্বপূর্ণভাবে কাজ করাই শ্রেয়।”
নীতিশিক্ষা: দায়িত্ব পালন ও লোভের প্রতি সতর্ক থাকা উচিত।