কে যাস রে ভাটি গাঙ বাইয়া

Spread the love

কে যাস রে ভাটি গাঙ বাইয়া

কে যাস রে ভাটি গাঙ বাইয়া
আমার ভাইধন রে কইয়ো,
নাইওর নিতো বইলা তোরা কে যাস (x2)
কে যাস ..

বছর খানি ঘুইরা গেল, গেল রে
ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না
কইলজা আমার পুইড়া গেল, গেল রে
ভাইয়ের দেখা পাইলাম না, পাইলাম না।
ছিলাম রে কতই আশা লইয়া
ভাই না আইলো গেল গেল,
রথের মেলা চইলা
তোরা কে যাস, কে যাস।

ও প্রাণ কান্দে, কান্দে
ও প্রান কান্দে কান্দে প্রান কান্দে রে, প্রান কান্দে
ও নয়ন ঝরে ঝরে নয়ন ঝরে রে, নয়ন ঝরে
হো পোড়া মনরে বুঝাইলে বুঝে না..
প্রান কান্দে কান্দে প্রান কান্দে।

সুজন মাঝিরে ভাইরে কইয়ো গিয়া
না আসিলে স্বপনেতে দেখা দিত বইলা
তোরা কে যাস, কে যাস।

সিঁন্দুরিয়া মেঘ উইড়া আইলো রে
ভাইয়ের খবর আনলো না, আনলো না
ভাটির চরে নৌকা ফিরা আইলো রে
ভাইয়ের খবর আনলো না, আনলো না।

নির্দয় বিধি রে তুমিই সদয় হইয়া
ভাইরে আইনো নইলে আমার পরান যাবে জ্বইলা
তোরা কে যাস, কে যাস।
কে যাস রে ভাটি গাঙ বাইয়া
আমার ভাইধন রে কইয়ো,
নাইওর নিতো বইলা, কে যাস, কে যাস।

কে যাস রে ভাটি গাঙ বাইয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *