কুমির ও শিয়াল: ঈশপের গল্প
একদিন নদীর ধারে এক চালাক শিয়াল হাঁটছিল। হঠাৎ নদীর ভেতর থেকে এক কুমির উঠে এসে বলল—
“হে শিয়াল! তুমি প্রতিদিন নদীর ধারে হাঁটো, আজ আমি তোমাকে ধরেই খাবো।”
শিয়াল ভয় পেলেও বুদ্ধি খাটিয়ে বলল—
“আরে কুমির ভাই! তুমি তো আমাকে ধরেছো, কিন্তু আমাকে না খেয়ে তোমার বুদ্ধি আর শক্তি একসাথে আছে তা প্রমাণ করো। আগে আমাকে নদীর পাড়ে নিয়ে যাও, তারপর খেয়ো।”
কুমির ভাবল, এ তো সহজ ব্যাপার। সে শিয়ালকে নদীর পাড়ে উঠিয়ে দিল। তখন শিয়াল তাড়াতাড়ি লাফিয়ে গিয়ে বলল—
“ধন্যবাদ কুমির ভাই! এখন তুমি নদীতে থেকো, আমি স্থলে থাকি। যে যেখানে থাকে, সেখানেই নিরাপদ।”
কুমির রাগে গর্জে উঠল, কিন্তু কিছু করার ছিল না। শিয়াল তার বুদ্ধি দিয়ে প্রাণ বাঁচাল।
শিক্ষা: বিপদে পড়লে ধৈর্য ও বুদ্ধি দিয়ে সমাধান খুঁজতে হয়।