কুমির ও শিয়ালের বন্ধুত্ব – ঈশপের গল্প
একদিন নদীর ধারে এক কুমির ও এক শিয়ালের মধ্যে বন্ধুত্ব হলো। কুমির খুব চালাকির ভান করত আর শিয়াল ছিল বুদ্ধিমান। একদিন কুমির শিয়ালকে তার স্ত্রী’র জন্য ভোজের আমন্ত্রণ জানাল। কিন্তু আসলেই কুমিরের স্ত্রী শিয়ালের কলিজা খেতে চাইল। কুমির ধূর্তভাবে শিয়ালকে নদী পার করাচ্ছিল। মাঝপথে কুমির সত্যি কথা ফাঁস করে বলল—“আমার স্ত্রী তোমার কলিজা খেতে চায়।”
শিয়াল ভয় না পেয়ে হেসে বলল—“আরে! আমি তো কলিজা ঘরে রেখে এসেছি। তাড়াতাড়ি আমাকে তীরে ফেরত নিয়ে যাও, আমি এনে দিই।” কুমির সরল মনে শিয়ালকে তীরে নামিয়ে দিল। তৎক্ষণাৎ শিয়াল দৌড়ে দূরে চলে গেল। কুমির তখন বুঝল, শিয়ালের বুদ্ধির কাছে সে হেরে গেছে।
নীতিশিক্ষা: ধূর্ততার চেয়ে বুদ্ধি অনেক শক্তিশালী।