কাক ও পানির ঘড়ি : ঈশপের গল্প
গ্রীষ্মের এক প্রখর দুপুরে এক কাক তৃষ্ণায় ক্লান্ত হয়ে পড়েছিল। সে উড়ে উড়ে পানি খোঁজ করছিল। অনেক খুঁজে অবশেষে সে দেখতে পেল রাস্তার ধারে একটি ঘড়ি, তাতে কিছুটা পানি আছে। কিন্তু ঘড়ির মুখ সরু এবং পানি ছিল অনেক নিচে। কাক বারবার ঠোঁট বাড়িয়ে দিলেও পানিতে পৌঁছাতে পারল না।
কিছুক্ষণ ভেবে কাক বুদ্ধি খাটাল। আশেপাশে ছড়িয়ে থাকা ছোট ছোট পাথর কুড়িয়ে এনে একে একে ঘড়ির মধ্যে ফেলতে লাগল। পাথর পড়তে পড়তে পানির স্তর ধীরে ধীরে উপরে উঠতে লাগল। অবশেষে পানি মুখ পর্যন্ত উঠে এলো। তৃষ্ণার্ত কাক ঠোঁট ডুবিয়ে পানি খেল এবং প্রাণ বাঁচাল।
শিক্ষা: বুদ্ধি ও ধৈর্য দিয়ে সমস্যার সমাধান করা যায়।