কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি ঋণাত্মক হয় কেন?
ধরে নেয়া হয় যে, ইলেকট্রন প্রথমে পরমাণু থেকে অসীম দূরত্বে থাকে । এক্ষেত্রে, নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যকার দূরত্ব অসীম বলে, তাদের মধ্যকার স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলও শুন্য হয়।তখন পরমাণুর ইলেকট্রনের শক্তি, E=0 ধরা হয়।
En = -2.18 × 10^-18 × (Z^2 / n^2) এই সূত্র অনুসারে, ইলেকট্রন অসীমে থাকলে, তার কক্ষপথ সংখ্যাও অর্থাৎ n এর মান অসীম বা ইনফিনিটি হবে।ফলে n এর মান বসালে, সম্পূর্ণ রাশিটির মান শুন্য চলে আসবে।
আমরা জানি যে, ইলেকট্রন উচ্চ শক্তিস্তর হতে নিম্ম শক্তিস্তরে আসলে শক্তি বিকিরণ করে বা ছেড়ে দেয়, অর্থাৎ ইলেকট্রনের শক্তির হ্রাস ঘটে। ফলে অসীম শক্তিস্তর হতে ইলেকট্রনকে পরমাণুস্থ শক্তিস্তরে নামিয়ে আনলে তত্ত্বীয়ভাবে শক্তির হ্রাস ঘটে এবং তা ক্রমান্বয়ে ঋণাত্মক মানে পরিণত হয় (E < 0)। এর কারণেই কক্ষপথে বা শক্তিস্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের শক্তি ঋণাত্মক হয়।