এ শহর জানে আমার সব কিছু

Spread the love

এ শহর জানে আমার সব কিছু

এ শহর জানে আমার সব কিছু
এ শহর যাবে তোমার পিছু পিছু
আমি ঘুরেছি কত মরেছি কত কতবার
আমি ডেকেছি কত নিয়েছি পিছু শতবার ।।

এ শহরে তুমি না এলে আমার আসা যাওয়া বৃথা
এ শহরের অলিগলিতে লিখা আমাদের কথা
আমি ডেকেছি কত মরেছি কত কতবার
আমি ভুলেছি আবার, চিনেছি রাস্তা বারবার ।।

এ শহরে আমি ফেলেছি হারিয়ে তোমার ঠিকানা
এ শহরের সব চেনাশোনা হঠাৎ হয়েছে অচেনা
আমি ঘুরেছি কত মরেছি কত কতবার
আমি ডেকেছি তত সারা না পেয়েছি যতবার ।।

https://www.munshiacademy.com/এ-শহর-জানে-আমার-সব-কিছু/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *