এ নদী এমন নদী
এ নদী এমন নদী
জল চাই একটু যদি
দু হাত ভরে উষ্ণ বালু দেয় আমাকে
এ প্রিয়া এমন প্রিয়া
সোহাগে ভরলো হিয়া
কেবলি কেবলি বিদ্রুপ আর
বাঁকা কথাই বলতে থাকে
এ প্রিয়ার চোখের পাতা
ছায়াতে হয়না কালো
কখনো নয়নতারায়
ঝরেনা স্নিগ্ধ আলো
শুধু যে জ্বলে আগুন
তবু তার এমনি গুণ
পুড়বে জেনেও মন যে আমার
তাকেই দেখে তাকে দেখে
এ প্রিয়ার নেইতো জানা
ক্ষমা যে কাকে বলে
মমতা করুণা সে
যতনে এড়িয়ে চলে
গরলে ভরা সে প্রাণ
তবু তার এমনি টান
মরবে জেনেও এ প্রাণ আমার
চায় যে তাকে চায় যে তাকে
শিল্পীঃ মান্না দে।
https://www.munshiacademy.com/এ-নদী-এমন-নদী-লিরিক্স/