আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে এম.এড প্রোগ্রামের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত
মুনশি আলিম:: সিলেট, ০৫/০৫/২০২৫
১৩ এপ্রিল ২০২৫, রবিবার – আজ এক মনোমুগ্ধকর পরিবেশে আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে উদযাপিত হলো এম.এড প্রোগ্রামের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান। জ্ঞানের আলোয় উদ্ভাসিত এই দিনটি ছিল আবেগ, অনুপ্রেরণা ও বন্ধনের এক চমৎকার মিলনমেলা।
অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের প্রভাষক জনাবা রুহামা চৌধুরী। সভাপতিত্ব করেন এম.এড প্রোগ্রামের প্রধান ড. মোঃ জাকারিয়া হাবিব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবু নাসের জাফর উল্লাহ, যিনি তাঁর প্রজ্ঞাবান বক্তব্যে শিক্ষার্থীদের সামনে আলোকিত ভবিষ্যতের দিকনির্দেশনা উপস্থাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড. এস এম ফরিদুল ইসলাম লতিফী, পরিচালক, আরটিএমআই-এইচআরডিসি, প্রফেসর ড. আবুল কালাম আজাদ, অতিথি শিক্ষক, জনাব শেখ নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক, ড. নুসরাত রিকজা, বিভাগীয় প্রধান, এডুকেশন ডিপার্টমেন্ট।
অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন আবু ছইদ মোহাম্মদ আব্দুল্লাহ, সম্মানিত পরীক্ষা নিয়ন্ত্রক, জনাব আব্দুল আউয়াল আনসারী, বিভাগীয় প্রধান, সিএসই, জনাবা শান্তা ইয়াসমিন, বিভাগীয় প্রধান, ফ্যাশন ডিজাইন
এছাড়াও রেজিস্ট্রার দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানে এক উষ্ণ পরিবেশ সৃষ্টি করেন।
নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের আন্তরিক বক্তব্যে মঞ্চ হয়ে ওঠে স্মৃতিময় ও হৃদয়গ্রাহী। তাঁদের অভিজ্ঞতা, স্বপ্ন ও ভালোবাসায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। সবশেষে, মাননীয় ভাইস চ্যান্সেলর মদয়ের অনুপ্রেরণামূলক বক্তৃতা ও দিকনির্দেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘটে।