ঈশপের গল্প- সিংহের প্রেম
এক সিংহ এক কৃষক মেয়ের প্রেমে পড়ে গিয়ে তাকে বিবাহের প্রস্তাব দেয়। মেয়ের বাবা এরকম একজন জামাই যে কিনা সিংহ তার কাছে নিজের মেয়েকে বিয়ে দিতে অনিচ্ছুক ছিলো। আবার সোজাসুজি না বলে সিংহকে রাগাতে সাহস পাচ্ছিল না। তাই মেয়ের বাবা অনেক ভেবে চিন্তে একটা বুদ্ধি বের করলো মেয়ের বাবা সিংহকে বলল তুমি আমার মেয়ের চমৎকার জামাই হবে। কিন্তু আমার মেয়ে তোমার বড় বড় নখ ও দাঁতকে খুব ভয় পায়। তাই বিয়ের আগে তোমার দাঁতগুলো তুলে নখগুলো কেটে ফেলা দরকার। সিংহ এতই গভীর প্রেমে মগ্ন ছিল যে সে সাথে সাথে রাজি হয়ে গেল। কৃষক তখন সিংহের দাঁতগুলো তুলে নখগুলো কেটে দিলো।এখন কৃষক সিংহকে ভয় পাওয়ার কিছু নেই।তাই কৃষক সিংহকে মুগুর দিয়েছে পিটিয়ে তাড়িয়ে দেয়। নৈতিক শিক্ষা: যারা না ভেবে চিন্তে সিদ্ধান্ত নেয়, তাদের কপালে অনেক দুঃখ রয়েছে।