ঈশপের গল্প-ধূর্ত শিয়াল 

Spread the love

ঈশপের গল্প-ধূর্ত শিয়াল

 

বহুদিন আগের কথা।এক ঘন জঙ্গলে থাকত এক ধূর্ত শিয়াল।একদিন খাবারের তাগিদে জঙ্গলে বেরিয়ে পড়লো।ঘুরতে ঘুরতে হঠাৎ সে দেখতে পেলো একটা হাতির মৃত শরীর।খিদে মিটবে আশায় হাতির কাছে এগিয়ে গেলো।সে দাত বসিয়ে হাতির চামড়া কাটতে চেষ্টা করলো।কিন্তু মোটেই পারল না।তাই তার হাতির মাংস আর খাওয়াই হলো না।ক্লান্ত হয়ে সে মরা হাতির পাশে বসে পড়লো।হঠাৎ তার কানে এলৈ সিংহের গর্জন।সিংহ তার দিকে এগিয়ে আসছিল।সে ভারি বিনম্র হয়ে সিংহকে বললো,”আসেন,আসেন মহারাজ আমি মৃত হাতি পাহারা দিচ্ছিলাম আপনার জন্য।আসুন ভোজন করুন।”সিংহ জোরে হুংকার দিয়ে উঠলো।সে বলল,আমি আমার শিকার নিজেই করি।সিংহ সেখান থেকে চলে গেলো।কিছুক্ষণ পরই সেখানে হাজির হলো এক চিতা।শিয়াল হাসতে হাসতে তাকে স্বাগত জানালো।শিয়াল তখন বলল,এসো এসো এই হাতির মাংস একটু খেয়ে নাও।দেখো এটা সিংহের শিকার।তখন চিতা বললো,বাবারে সিংহের শিকার আমি কিভাবে খেতে পারি।শিয়াল বলল,তুমি একদম চিন্তা করো না।সিংহ আসতেই আমি আওয়াজ দেবো তখন তুমি পালিয়ে যেয়ো।শিয়াল চুপ করে দেখছিলো।যেই চিতা হাতির ওপরে চামড়া ছিড়ে বার করলো অমনি শিয়াল চেচিয়ে উঠলো,সাবধান পালান সিংহরাজ এসে গেছেন।পরক্ষণে চিতা সেখান থেকে পালিয়ে গেলো। শিয়াল খুশিতে খেতে লাগলো।

 

https://www.munshiacademy.com/ঈশপের-গল্প-ধূর্ত-শিয়াল-2/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *