আমি গান গাইতে পারি না

Spread the love

আমি গান গাইতে পারি না

– শাহ আবদুল করিম

 

গানে মিলে প্রাণের সন্ধান, সেই গান গাওয়া হলনা
আমি গান গাইতে পারি না

জানিনা ভাব-ক্রান্তি গাইতে পারিনা সেই গান

যেই গান গাইলে মিলে আঁধারে আলোর সন্ধান

গাইলেন লালন, রাধা রমণ, হাসন রাজা দেওয়ানা

আমি গান গাইতে পারি না

বাউল মুকুন্দ দাস গেয়েছেন দেশেরই গান

বিদ্রোহী নজরুলের গানে পাইলেন মুক্তির সন্ধান

ভাবের গান গাইতে গেলে অভাবে ভাব জাগেনা

আমি গান গাইতে পারি না

আরকুম শাহ্, সিতালং ফকির বলেছেন ‘মারফতি গাও’

সৈয়দ শাহ্ নূরের গানে শুকনাতে দৌড়াইলেন নাও

করিম বলে প্রাণ খুলে গাও গাইতে যাদের বাসনা

আমি গান গাইতে পারি না

আমি গান গাইতে পারি না

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *