আমি এক বাংলার মুক্তি সেনা

Spread the love

আমি এক বাংলার মুক্তি সেনা

আমি এক বাংলার মুক্তি সেনা
মৃত্যুর পথ চলিতে
কভু করি না ভয় করি না।
মৃত্যুর পায়ে দলে চলি হাসিতে।
দুঃসহ জীবনের রাহু মুক্তি
প্রাণে মেখে সূর্যের নবশক্তি
বজ্র শপথে নেমেছি যুদ্ধে
বাঙালির জয় হবে নিশ্চয়
চলেছে এ দুর্জয় মুক্তির পথে।
বাংলার তরে আমি সঁপেছি এ মন
নেই জ্বালা হাহাকার নেই হুতাশন।
রক্তে রাঙা আজ বিপ্লবী মন
ক্ষমা নেই বাংলার গণদুশমন
বজ্রের তূর্যের মন্ত্রে
মারবো এবার মরবো না আর
চলেছি যে শত্রুকে পায়ে দলিতে।

[গানটি লিখেছেন নেওয়াজিস হোসেন, যিনি ১৯৭১ সালে ১৫ বছরের কিশোর ছিলেন]

https://www.munshiacademy.com/আমি-এক-বাংলার-মুক্তি-সেনা-2/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *