আমার সূর্যমুখী তোমার মুখের পানে

🎵 আমার সূর্যমুখী তোমার মুখের পানে
🎬 ছায়াছবি: সূর্যমুখী
🎤 কণ্ঠশিল্পী: সন্ধ্যা মুখোপাধ্যায়
🎼 সুরকার: হেমন্ত মুখোপাধ্যায়
📂 Category: সিনেমার গান
🎯 Tag: সন্ধ্যা মুখোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, সূর্যমুখী সিনেমা

আমার সূর্যমুখী তোমার মুখের পানে

শুধু ওগো চেয়ে চেয়ে থাকে,

তোমার সূর্য তবু আমারে দেয় না দেখা

মেঘে মেঘে আলো তার ঢাকে।

সাথীহারা ব্যাকুলতা বাতাসের সুরে কাঁদে

কি যে চাই সে তো তুমি জাননা না,

এ আড়াল আর আমি পারিনি সহিতে ওগো

আমি যে তোমাবই সে তো মানো না।

মোর হাসি তবু ব্যথা ঢেকে রাখে।

আমার হৃদয় লয়ে শুধু তুমি কর খেলা

তাইতো অলখে থাকো লুকায়ে,

দিয়েছে যে অবহেলা তাই যেন বয়ে রয়ে

আঁখিতে অশ্রু গেছে শুকায়ে।

তবু দাওনা তো সাড়া মোর ডাকে।

 

https://www.munshiacademy.com/আমার-সূর্যমুখী-তোমার-মুখ/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *